হৃদয়ের মাঝে সরোবর সেথা
নিশিদিন হাওয়া বয়
মমতার ঢেউ সকালে, বিকালে
ছলছল উছলায়।


মায়ার বাঁধনে বাঁধা চারিধার
ভরপুর তার জল
সোহাগ সিন্ধু ভরপুর জলে
ডেকে যায় কলকল।


বদনে তাহার দেখি যে আষাঢ়
নিরাশার কালো মেঘ
ঈষাণে বিষাণে ছুটে চলে শুধু
ধরিয়া ভিষণ বেগ।


কখনোবা তার স্বচ্ছ বুকেতে
স্বপ্ন কমল ফোঁটে
ক্ষণে ক্ষণে তাই দারুণ সমীরে
হিল্লোলে হেসে ওঠে।