সত্যবাবুর জ্বরটা হয়েছে আজ
বৈদ্যবাবু বলছে ওটা একশো এবং পাঁচ।
জ্বরের জ্বালায় সত্যবাবুর অবস্থা বেহাল
সত্যনাশি বাবুর বরং এখন
রাজকীয় হালচাল।
নীতিশ বাবুর মাথায় নাকি হয়েছে মাইগ্রেন
নিয়ম,নীতি মানতে নাকি বেজায় কাহিল ব্রেন।
হৃদয়বাবুর প্যালপেটিশন বুক ধরফর করে
অমলবাবু মলে পয়জন কখন যে ভাই মরে।
অনীতবাবুর পোয়াবারো তাই দিনকাটে সাচ্ছন্দে
ছেলেপুলে আর নায়নাতণী আছে মহা আনন্দে।
স্বপনবাবুর ইসমনিয়া রোগটা যে ঘুমনাশা
স্বপ্ন তারে কে দেখাবে কে জাগাবে আশা।
জীবনবাবু কাহিল বড় হাটতে বেজায় কষ্ট
চলার পথে মরনবাবু জন্ম করে নষ্ট।
বিশ্বনাথ বাবুর বুকে হইছে ভিষণ যক্ষা
শেষ বয়সে এখন তারে কে আর করে রক্ষা।
তাহার উপর নিখিলবাবুর এ্যাজমা হলো ভাড়ি
শ্বাসটা নিতে কষ্ট বড়ো মরবে তাড়াতাড়ি।
এই যে সময় রূগ্ন সময় বিবেকবাবুর মরন
মহানবাবুর বাণির কদর ক'জন করে স্মরন।;