ধীরে ধীরে এইখানে একবার আসো তুমি মেয়ে
ধীর পায়ে একবার  এইখানে সন্ধার পাশে
বারেক দাড়াও শুধু  আমার এ দু'চোখের কাছে।
তোমার ও মুখখানা একবার শুধু একবার
পশ্চিম সীমান্ত পথে কেবলি ফেরাও
কয়েক মিনিট শুধু চুপচাপ এইভাবে দাড়িয়ে থাকো
বলিও না ভূল করে একটিও কথা
তোমার মুখের পরে সন্ধার রঙ এসে মিশবে যখন
আমার কল্পনার রঙতুলি ধরে
হৃদয়ের পটভূমি নির্মল করে
তোমার স্বরুপটা শুধু একে যাব ধীরে ধীরে  আমি যে তখন।
অতি সাবধানে আমি একে যাবো তোমার ও রূপ
ছবি আঁকা হয়ে গেলে দেখবো অবাক হয়ে আমি
তুমি, আমি, সন্ধ্যার মিলিত স্বরূপ।
তারপর ধীরে ধীরে আমার মুখের পরে ফিরিয়া তাকাও
তোমার দৃষ্টিখানি আমার চোখের পরে কেবলি মেশাও।
তোমার চোখের রূপ আমার চোখের পরে মিশবে যখন
তোমার সে মুখ খানি ধীরে ধীরে শেষবার ফেরাবে তখন।
তারপর ধীরে ধীরে চলে যেও তুমি
তোমার যাওয়ার পথ আমার দৃষ্টিখানি খুজবে তখনি।
যখন দেখবো চেয়ে তুমি আর দৃষ্টির সীমানায় নাই
আমার দুচোখ শুধু সূর্যের ডুবে যাওয়া সীমান্ত রেখায়।
হয়তোবা দুই চোখে এক ফোঁটা নোনাজল পরবে তখন
আসলে আমার এ পুরাতন মন
হয়তো বলবে এতো  সত্যই নয়
কেবলি স্বপন।