আমি যেন কোন এক উড়ন্ত বলাকা
যেখানে বিশাল মাঠ সবুজে আঁকা
ভেসে আমি চলে যাই সন্ধ্যার আকাশে
ডানা মেলে অবহেলে মৃদুমন্দ বাতাসে।


দু'চোখ আমার যেন স্বপ্নেতে আঁকা
চলে যাই দূর দেশে ভাবনা মাখা
মেঘের পাহাড় ছেড়ে দূর মূলুকে
জীবন যেখানে বাঁচে চিরদিন সুখে।


মায়ায় জড়ানো কোন স্বপ্নপুরি
যেখানে খেলায় মাতে ফুল ও পরী।
অপলক চেয়ে থাকে অবাক চোখে
আমি যেন চেয়ে আছি স্বপ্নলোকে।