গীতি কবিতা
আমার শূণ্য দু'কুল মাঝে
আমার ছিন্ন মনের কাছে
কোন ভৈরবী সূর ভেসে ওঠে গানে
কোন কালো মেঘ ভেসে আসে এই প্রাণে।
সকাল,দুপুর,সাঁঝে
আমার রিক্ত দু'কুল মাঝে।
শূণ্য সুরের ঐ যে সুরভি পবনে
ভেসে যাই চলে একেলা দূরের গগণে
বেতাল এ সুর ব্যাকুল করে যে
সকাল,দুপূর, সাঁঝে
আমার ছিন্ন হৃদয় মাঝে।
হেলায়,ফেলায় কাটে যে অলস বেলা
চোখের নীরে সাঙ্গ এ গীতিমেলা।
পথহারা সূর বন্ধু হলো যে আমার সকল কাজে।
আমার পূর্ণ দু'কূল মাঝে।