খাঁচার পিঁজর ছিন্ন করে যে জন গেছে চলে
তার তরে আর অকারনে কাঁদিস রে কোন ছলে।
সে তো গেল আপন মনের আপন খেয়াল বশে
তবুও তো আবার দেখি কাঁদিস রে তুই বসে।


মুক্ত মনের পাখি সে যে বন্দী রাখা যায় না
তার তরে আর মিছেমিছি ধরিস কেন বায়না।
মাটির খাঁচায় এই পাখিটা বন্দী ছিল হায়
সেই খাঁচা কি চীরটা কাল অটুট রাখা যায়?


তাই তো বলি অবুঝ রে মন কি হবে আর কেঁদে
মনের খাঁচার পাখিটারে রেখো না আর বেঁধে।
খাঁচার পাখি সুখের লাগি যায় যদি যাক দুরে
ছিন্ন খাঁচার শূণ্য ঘরেই থাকিস হৃদয়পুরে।