আজ কয়দিন বাজার হয়েছে শেষ
টানাটানি করে দুইচারদিন সময় গেল তো বেশ
গিন্নি চেচিয়ে বলেন, "স্বামী হে আমার মাথাটা খাও
এক্ষুণি যদি বাজারে না তুমি যাও।
নয়তো তো তোমার চুলোতে আগুণ এখন জ্বলবে না
এই সংসার টানাটানি করে আর তো চলবে না।"
মেয়েটা আমার নাকি সুরে এসে দুই হাত টেনে বলে,
"মাইনে যে বাকি চার মাস হলো দুই চোখ ভরে জলে।
মাইনে না দিলে হেড স্যারে বকে লজ্বা ভিষণ পায়
স্কুলে যাব মাইনেটা দাও সময় যে বয়ে যায়।"
ছোট মেয়ে এসে জামা টেনে বলে, "খেলনাটা কিনে দাও
নয়তো তোমার সঙ্গে আমার আড়িটা দিলাম যাও।"
অফিসের স্যারে গলা টেনে বলে, "কদ্দুর হলো কাজ
দশ মিনিটে শেষ করো ওটা নইলে মাথায় বাজ।"
ও দিকে আমায় টানছে ভিষণ বিলের ধারের গাছটা
গাছের শিকড়ে বসলেই টানে কবিতার মেঠো রাস্তা।
কবিতার পথে হাটতে গেলেই কপালের রগ টানি
দু' চার লাইন লিখতে গেলেই বেড়ে যায় টানাটানি।
শতদিক থেকে আজীবন চলে এই সব টানাটানি
শতপাকে পরে জীবন ঘুরছে টানছি কেবল ঘানি।