ভিনদেশী এক বাবু এলেন এই গাঁয়ে
যখন তখন মুখটা রাখেন লাল "চা" এ
সতর্কটা থাকেন বেশী চামচা এ
ধূলো যেন নাই লাগে তার চামড়াএ।


গল্প করেন বিদেশে তার মিল ফ্যাক্টরী
কথায় কথায় তুলে ধরেন লাইফ হিসটরী।
বিদেশে তার বউটা আছে ডানাকাটা পরী
আসলে ভাই লোকটা ছিল আদম ব্যাপারী।


ইংরেজীটা বলেন বেশী যদিও নাই গ্রামার
রঙ্গিন চশমা চোখে রাখেন চেহারায় বেশ গ্লামার।
গল্প যখন করছিল সে আসল তিনেক ক্লামার
লক্ষ দশেক খোয়া গেছে তাই তারা বিগ ব্লামার।


চামচা বলে মক্কেলেরে স্যারকে (বিদেশী)কেন ভূলিস
চাকরী যদি এবার না হয় চামড়া আমার তুলিস
দশটা আদম করবি ম্যানেজ টাকা লক্ষ বিশ
কেমন করে কি যে হলো আসল পাঁচেক পুলিশ।


পুলিশ যখন হাতকড়াটা তার হাতেতে পরায়
জানা গেল তখন যে তার আসল পরিচয়
সত্যি কথা আসলে সে বিদেশীটাই নয়
কমলপুরের কদম আলীর পোলা সে যে হয়।