ভোর বেলাতে দোর খোলাতে
নবীন আলোর ক্ষীণ রবি
হঠাৎ করে আমার ঘরে
ঢুকেই বলে," আয় কবি"।


ছুটিয়ে গেলাম বাহির পানে
দেখি সেথা পূব গগণ
রঙ্গীণ মেঘের নাও ছুটেছে
উঠছে ভেসে হাজার রঙ।


সবুজ পাতার ধানের ও শীষ
মৃদু বায়ে দুলছে দোল
কুজ্ঝটিকার রহস্যদ্বার
খুলল, হল প্রাণ বিভোল।