মুঠো ভর্তি যেন সুখগুলো
কিন্তু মুঠো খুললেই যেন সব ফাঁকা,
শত কোলাহল, ভিড়ের মাঝেও
সেই তো প্রাণ একা।


কিছু শূন্যতা কেন হৃদয় জুড়ে
দাপিয়ে খেলে বেড়ায়,
হাজারও অজানা অচেনা প্রশ্ন
মাথা তুলে সম্মুখে এসে দাঁড়ায়।


আজও ফিরতে পারেনি প্রাণ কলরবে,
ঝেড়ে ফেলে সব নিস্তব্ধতা
পুলক করেনি খেলা জীবনের আয়োজনে
রয়েই গেছে সেইতো কতশত ব্যথা।


বদলে যাওয়া সময় সাগরে  
বদলায়নি সময়ের স্থান,
হিয়ার মাঝারে তাই যেন
বিষাদের সুরে জেগে উঠে গান।


কিছু শূন্যতা
.........কনিকা সরকার।
রচনাকাল-১৮/০৮/২০২১