শূন্য কবিতার খাতা
----কনিকা সরকার


কবিতার খাতা শূন্য, একলা ভীষণ,
শব্দের মালা হয় না গাঁথুনি এখন।
হারিয়েছে ছন্দ সেথা কত অজুহাতে,
ভাবনা গুলো চায়না আরতো হারাতে।
কথাগুলো নিশব্দেই হয়েছে উদাস,
হয়েছে রং শূন্য যেন মনের আকাশ।
বর্ণ গুলো কেন যেন বড্ড এলোমেলো,
বিষণ্নতা প্রাণে ছোঁয়া দিয়ে শুধু গেলো।

কল্পনা চোখের ভাজে আরতো ভীড়েনা,
কোলাহল প্রাণ মাঝে আরতো ফিরেনা।
জীবনের শূন্যতায় শুধু আলিঙ্গন,
সময় হারিয়ে যায় অচেতন মন।
নিঃশব্দ প্রহর শেষে কেটে যায় বেলা,
জীবনের আয়োজনে কত অবহেলা।


= (8/6)
রচনাকাল-03/11/2020