আমাদের প্রিয় মমতাময়ী মা আজ থেকে ছ’ বছর আগে ঠিক এ দিনটাতেই আমাদের ছেড়ে দূর নক্ষত্রের দেশে চলে গেছেন একাকী চুপিসারে।
মাকে মনে পড়ে সারাক্ষণ সারা কাজের মাঝে , ব্যস্ত অবসরে । একাকী দুপুরে । ভেসে আসা কোন গানের করুন সুরে । তখন দু চোখ বেয়ে আপনা আপনি ঝরে লোনা জলের ধারা !
তিনি ছিলেন আলোর ধারা , মুক্ত কন্ঠ , সজীব , কর্মচঞ্চল হাজারো দুঃখ ব্যথায় আর আনন্দ বিভূষণে ।
তিনি আমাদের প্রেরনাদাত্রী –ভালো থাকার , ভালো কাজ করার আর সবার জন্য নিজের সাধ্য মতো কোরে যেটুকু পারা যায় তা করার !
মা রান্না করতে ভালবাসতেন আর উলের সেলাই করতে । ভালবাসতেন পুকুরে সাঁতার কাটতে আর গল্পের বই পড়তে । সবজীর বাগান করতে, মুরগী হাস গরু পালতে । আর এসবের এক অংশ গরীব মানুষদের মধ্যে বিলিয়ে দিতে।
মা বাবা ফুল খুব ভালবাসতেন , ভালবাসতেন কবিতা আর গান ! আর তাদের সদাই ভাবনা ছিল সন্তান সন্ততিদের লেখা পড়া আর মঙ্গলামঙ্গল নিয়ে ।
এখন বড়ই মনে হয় , মাকে কেন আরও ভাল বাসিনি ? বাবাকেও ?
মার হাত  ধরেই আমার কবিতা লেখার হাতে খড়ি , তাই আজকের কবিতা লেখার দিনগুলোতে মাকে স্মরণ না করলেই  যে নয় !