এ নহে কাহিনি
-------------------------------


জন্মস্থান পৈত্রিক ভিটে রক্তাক্ত ত্রাসে-
সুখ স্বপন ছাড়ি ক্ষত দেহ-হৃদয়ে,
প্রাণপণ ছোটাছুটি ম্যারাথন রেসে;
সবই তুচ্ছ মূল্যহীন  জীবন চেয়ে।
অগ্নিদাহে গৃহ, নারী লজ্জা সেনা নাশে
গণ সারি গুলিতে ক্ষেতে পড়ে লুটিয়ে,
সেনা রোষে বাছেদ নিবৃত পিতৃ লাশে;
জনস্রোতে মংডু ফেলি টেকনাফে ভয়ে।


ক্লান্ত দেহে ভুখা জঠরে বিরামহীন-
গুমড়ে ওঠে ব্যাথা,খোলা গগন তলে,
পোড়া-কাটায় বীভৎস শঙ্কায় প্রাণ;
পিষ্ট শিশু,নারী নাশা ভাসে নেত্রালয়ে।
গণতন্ত্রী সুচি ভূমে 'দেশ ছাড়ো' ধ্বনি;
'জীব হত্যা মহা পাপ' কোথা বুদ্ধ বাণী?


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ১১ সেপ্টেম্বর,২০১৭