যান্ত্রিকতায় বন্দি!বিকশিত সভ্যতা
কর্মনীড়ে জীবন খুঁজে শান্তি সতত,
ছুটি আতিশয্যে বিভোর সজীব সত্তা
অনায়াত্ত সুখের বাসনায় পীড়িত।
বিরতি উদগ্রীবে তৃষিত তনু মত্ত
তৃপ্তির সরোবরে মেলে ক্ষণিক মুক্তি,
বৈচিত্রহীনে জাগে অমৃতায়ন শক্তি।
নেতিয়ে পড়া ইন্দ্রিয় চায় অবকাশ;
কল্পফলের অনাস্বাদিত সুখরস
এক মুক্ত বিহঙ্গের আনন্দ পরশ।
স্বপ্ন ছোঁয়ায় প্রকৃতির উন্মুক্ত বক্ষে
অবকাশে আর্তি জুড়ায় শ্রান্তি ক্ষণিকে
আনন্দ পিয়াসী মন নাচে অন্তরীক্ষে।
গতিময় এ জীবন থামে কোন ক্ষণে
অবকাশের সুশীতল ছায়ার টানে,
ক্লান্তি তব আর নাই রয় তনুমনে
ছকের কর্মময় জীবন অবসানে।
শ্রান্ত-ক্লিষ্ট অঙ্গখানি স্থিতিতে জুড়ায়
চির ছুটিতে হারিয়ে দূর অজানায়
প্রশান্তির অবকাশ আর নাহি রয়।


--অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ২৩-০৫-২০১৭