লুসাই পাহাড়ে পাষাণ গিরিগুহায়-
কোণে,আঁধার চিড়ে আলোয়ে বিচরণে;
অনন্ত পথে ছুটি উদগ্র বাসনায়,
খসে পড়ে পাষাণ শিলা পিঞ্জর পানে।
জলরাশি প্রবাহ উর্ধ্বে প্রচন্ডতায়;
পৌঁছি সিলেটে মেঘনা ধারণে গহিনে,
চাঁদপুরে দুই বান্ধবীর অপেক্ষায়;
একাত্ম হয়ে ঝাঁপ দেই সমুদ্রে তিনে।


যৌবন উন্মত্ততায় ধ্বংস বাড়ি-ঘর;
বন্দর ভাঙ্গে নিভে তরতাজা জীবন,
তবু দু'তীরে শস্য ক্ষেত জুড়ায় প্রাণ,
পথে দর্শন অপরূপ শোভা বাংলার।
অাশার দীপ জ্বালি পলিতে ভরে দেই;
এসো সুখ নীড় বাঁধ আর শঙ্কা নেই।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১৯ সেপ্টেম্বর,২০১৭