বৈশাখী ঝড়ে
(গীতি কবিতা)


কাল বৈশাখীর দামাল পবন
বাগে বাগে ফলগুলো ঝরে;
কুড়িয়েছি  যতনে ব্যাকুল মনে
লও হে সখা প্রাণ ভরে।।
ঝড়ো ঝড়ো আঁধার রাতে
নিদ নেই দু'টি নয়ন পাতে
টাপুস টুপুস ক্ষণে ক্ষণে পড়ে।
নিবিষ্ট মনে রই কান পেতে
কখন বৃন্তচ্যুত মাতম মরুতে
সিক্ত দেহে লই বসন পুরে।।
সারা নিশি খেলেছি লুকোচুরি;
বৈশাখী ঝড়ের সাথে পড়িমরি
মুঠিমুঠি ভরে দেবো তাই তোমারে।
দু'জনে কইবো কত কথা
ঘুচাবো শত মনের ব্যথা
কুড়ানো ফলগুলো যেন স্মরণ করে;
বারে বারে আমায় তব অলস দুপুরে।।


    রচনাঃ০১/০৬/২০২০