ক্ষণে ক্ষণে প্রকৃতির বৈরী আচরণ,
সৃষ্টিলগ্ন থেকে চলে বিপন্ন জীবন।
ঋতুচক্রের দোলাচলে জলধি মাঝে,
প্রবল শক্তিতে নিম্নচাপ রণসাজে।
ধেয়ে আসে ধ্বংসের মহা লীলায় মেতে,
রুদ্ররূপ মূর্তিতে ক্ষত তার আঘাতে।
সমুদ্রের জলরাশি ফুঁসে-ফুলে স্ফীত
জলোচ্ছাসে সব জনপদ বিপর্যস্ত।


রুষ্ট ভয়াল বিভীষিকার সাইক্লোন
নিমিষে লন্ড-ভন্ড করে দেয় জীবন।
অকালে ঝড়ে যায় জীব-জন্তুর প্রাণ
অজস্র সম্পদের বিনাশ অবসান।
খাদ্য আর বিশুদ্ধ পানির হাহাকার,
আশ্রয়হীনে দুঃখ-কষ্টে ভরে প্রান্তর।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  ৩০ আগস্ট, ২০১৭