ধর্মীয় সংযমের ব্রত সংবৃত্ত পরে,
ঈদ চন্দ্র দর্শনে চিত্ত জাগে উচ্ছাসে।
খুশির বান বয়ে সব স্বপ্ন কুটিরে,
সুখানুভূতি ধনী-গরিব নির্বিশেষে।
নতুন পোশাকের ধুম স্বাদুত্য গন্ধে,
শিশু-কিশোর সাজে হৈ চৈ আর আনন্দে।
আত্মীয়-অনাত্মীয়ের ভেদ যায় ঘুচে,
হৃদয়ের উষ্ণ স্পর্সে দ্বন্দ্ব-দ্বেষ মুছে।


উপহার সম্ভাষণ, অবারিত দান
যেন উদারতার উচ্ছল প্রতিচ্ছবি।
ফিরনি-সেমাই বিরিয়ানির ব্যঞ্জন
সকল তরে দিনমান বিলায় সবি।
ঈদগাহে নামাজে নামে মানব ঢল,
ঈদ মাহাত্ম্য ত্যাগ আদর্শে সমুজ্জল।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৪-০৬-২০১৭