মিলন মেলা জমে জ্ঞান-ভাবনা হাটে;
নিত্য নতুন অনুসন্ধান পথ খুলে,
ত্রিবেণী সঙ্গমে সরগরম শ্রীপাটে
বিচিত্র বই অভূতপূর্ব প্রাপ্তি মেলে।
পঞ্চদশ শতাব্দে সূচনা ফ্রাঙ্কফুর্টে;
বাংলায় বাহাত্তরে শহীদ স্মৃতি বলে,
জ্ঞান পিপাসু চিত্ত তৃপ্ত চারণ বাটে;
প্রাঙ্গণে জনস্রোত অপূর্ব সজ্জা স্টলে।


চেতনার বহ্নিশিখা অমর একুশে
ফেব্রুয়ারি,বাংলা একাডেমি'র চত্তরে;
মুখরিত বৃদ্ধ-যুবক শিশু-কিশোরে,
কোনটা রেখে কোনটা কিনে মন হর্ষে।
পুলকে কিনে,পেলে লেখক মেলাঙ্গণে;
বিপদকালে ডুব দিবে সৃষ্ট ভুবনে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ১৪/১০/২০১৭