বুড়িগঙ্গা কাঁদে আজ দখল দূষণে;
জলে শূন্য প্রায় দ্রবীভূত অক্সিজেন,
যৌবন লুপ্ত তার নানা বর্জ্য ধারণে;
নাব্যতা সংকটে বিপন্ন অস্তিত্বহীন।
অম্ল ও ক্ষারের মাত্রা জলে অসহনে;
দুর্গন্ধে অস্বস্তি নদী কষ্টে চলে যান,
নষ্ট জলে ক্লিষ্ট অনুপযুক্ত শোধনে;
দেদার ভরাটে ওঠে অবৈধ দালান।


বুড়িগঙ্গা তীরে রাজধানীর বিকাশ;
ঢাকার কন্ঠে যেন জলরাশির মালা,
পঁচা বর্জ্যের মিশ্রণে মরে নালা-খালা;
লুপ্ত ঐতিহ্য বাস অযোগ্য পরিবেশ।
বুড়িগঙ্গা নদী বিনে ঢাকা অসহায়;
শোকে-দুঃখে পাথর হয়ে অশ্রু শুকায়।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ১৮ সেপ্টেম্বর,২০১৭