কাপ্তানের আক্ষেপ
  
দেশের সম্মান তরে প্রাণপণ লড়ে,
হৃদে তার রক্ত ক্ষরে প্রতি ক্ষণে ক্ষণে ;
গরবের জন্মস্থান অচেনা ভীষণে!
ধর্ম নিয়ে হানাহানি মর্মাহত করে।
মহানবীকে কটুক্তি তার জের ধরে;
সংখ্যালঘু আবাসন পোড়ায় আগুনে!
হাজার বছরে চলা সম্প্রীতির নীড়ে,
বিরতে সংঘাত তিনি সরব সেখানে।


সফল কাপ্তান যিনি ক্রিকেটের মাঠে;
প্রীতি বন্ধনে জড়ায়  কেউ নাহি পর,
আইন প্রণেতা লয় দায় কাঁধে তার
পোড়ে হৃদ দুষ্ট কান্ডে প্রিয় নিজ বাটে!
নানা ধর্মের বাঁধনে বেড়ে ওঠা  যার;
চিনে না এ নড়াইল আক্ষেপ না কাটে।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১৭ জুলাই, ২০২২