উখিয়া ঔজ্জ্বল্যে সম্প্রীতির বাতিঘরে;
ধর্ম বর্ণ জাতে আত্মার সেতু বন্ধন,
সীমান্তে এ জনপদ অনন্য নজিরে;
হিন্দু বৌদ্ধ মুসলমানের আবাসন।
উপাসনালয় সব  শত বর্ষ ধরে;
জড়িয়ে থেকে করেছে উপমা স্থাপন,
স্বাধীনে প্রার্থনা মন্দিরে বৌদ্ধ বিহারে;
সুরক্ষায় সংখ্যা গরিষ্ঠ মুসলমান।


সারা দেশের প্রতিবিম্ব এ জনপদ;
অথচ উখিয়ার স্পর্শক রাখাইনে
সুরক্ষা কোথা? মত্ত ক্ষুদ্র জাতি নিধনে,
হিংস্র মিয়ানমার -- বুদ্ধের ভিন্ন পথ!
ধর্ম নহে অস্ত্র; দেশ সবার সমান;
এ বাংলার মাহাত্ম্য সেথায় অমলিন।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন  
     রচনাঃ ৩০/৯/২০১৭,ঢাকা।