শহীদের রক্তে ধোয়া সোনালি সোপান;
মুক্তির বহ্নিশিখা একুশে ফেব্রুয়ারি,
মৃত্যঞ্জয়ী সন্তানের দেয়া রক্তঋণ;
পলাশ ফোটার এ দিনে স্মরণ করি।
মাতৃভাষার তরে জীবন পরিহারি
রক্তের আঁখরে লিখে গেছ বিবর্তন,
বাঙালি বিনাশে পাকিস্তানি স্বৈরাচারী
দৃঢ় সংকল্পে স্থির ছিলে হে মৃত্যুহীন।


নব্য হায়েনা মাঠে-ঘাটে বিদ্রুপে হাসে;
লুন্ঠনে মেতে ওঠে দীপ্ত প্রভাত ফেরী,
অমর অক্ষয় আজ বিশ্ব ইতিহাসে
রবে হৃদকুঞ্জে তব এ প্রার্থনা করি।
দিন বদলের শপথে নব উচ্ছ্বাসে;
সতত সভ্যতা স্রোতে চলুক এ তরী।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ২১/০২/২০১৭