শুভ্র কাশবন রক্তলাল গৌরীপুরে;
এক আনকোরা শিশুর নিথর প্রাণে,
তুচ্ছ চুরি সন্দেহে নিষ্করুণ নিষ্ঠুরে
খুঁটিতে বেঁধে বেদম মারে দীর্ঘক্ষণে।
এ যন্ত্রণার মৃত্যু অবলোকন করে
নির্বোধ জন।ব্যস্ত কেউ ছবি ধারণে;
পাপীষ্ঠ নাহি ক্ষান্ত কাকুতি-অস্বীকারে,
পাষাণ নাশে 'সাগর' ডুবে চিরদিনে।


দেহ-মন কুঁকড়ে ওঠে তীব্র ঘৃণায়,
পায়ু পথে বায়ু দিয়ে কিশোর সংহার;
প্রায়শই প্রাণ ঝরে অবোধ শিশুর,
মনবিক মূল্যবোধ! ঘোর অবক্ষয়।
বেড়ে চলে নৃশংসতা কে করে নিষেধ?
তুচ্ছ বিষয়ে ঘটছে হত্যা অপরাধ।


--------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
            রচনাঃ২৯/৯/২০১৭, ঢাকা।