অনুতাপ
-------------


অমা'র ঘোর কেটে আদুরে চাঁদ হাসে;
নিভৃত পল্লির এক শূন্য মাতৃক্রোড়ে।
বেড়ে ওঠে মমতায় বুকভরা আশে;
কর্মজীবী দম্পতি সময় দিতে নারে।
শৈশবে গৃহে একাকীত্বে মমতা হ্রাসে;
শিক্ষা শাসনে ভীত কিশোর নিজ নীড়ে,
শুভ আশে কাঠিন্যে কুঁড়ি নারে বিকাশে;
কখনো অবুঝে মাশুল দেয় শরীরে।


নির্মমতার অতীত স্মৃতি রোমন্থনে;
প্রকৌশলী সন্তান তরে ভুল আচারে,
অনুতাপে দগ্ধ পিতৃ হৃদে রক্ত ঝরে;
বৃথা হেন কর্ম বৃন্ত কুঁড়ি পুষ্পায়নে।
'গোবরে পদ্ম ফুল' স্ফুরণ কার সাধ্যে?
ভুলে ভরা রীতি-নীতি বাঁধা পড়ে ঋদ্ধে।


----------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
                রচনাঃ২৫ সেপ্টেম্বর,২০১৭