নিঃসঙ্গ প্রভাতে দরজায় কড়া নাড়ে;
প্রবীণে বাসু পুত্র শুভ জন্ম জানায়,
স্কুল গন্ডি শেষে মাতৃ-পিতৃ সুখ নীড়ে;
স্ত্রী-পুত্র দোকান নিয়ে বাসু পুত্র রয়।
এ ক্ষণে নিজ পুত্র আচারে অশ্রু ঝরে;
প্রবাসে পরিজনে কাটে আনন্দময়,
ভুলে যায় পিতৃ কথা--মা বেঁচেছে মরে;
সব থেকেও সুখ নাহি বাসুর ন্যায়।

রং বর্ণহীন বৈষম্যে প্রবীণ জীবন;
বয়স ভারে ন্যুজ্ব সন্তান দূরে ঠেলে
বৃদ্ধাশ্রমে।দুর্ব্যবহারে হৃদয় জ্বলে,
ঝি-চাকরে মাতৃ-পিতৃে কাটে দিনমান।
মরে কখনো বেওয়ারিশ লাশ বনে,
ঋদ্ধ হও পুণ্যে;শান্তি দাও এ প্রবীণে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ০১/১০/২০১৭,ঢাকা।
(বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে।)