স্বচ্ছন্দে জীবন ভরে প্রযুক্তি কীর্তিতে;
অগ্রগতি ক্ষণে ক্ষণে নির্মমনিষ্ঠুর,
অপরাধী চক্র ডিভাইস মেরামতে;
সূক্ষ্ম কৌশলে ফাঁদ পাতে প্রতারণার।
ব্যক্তিগত তথ্য যায় প্রতারক হাতে;
মেসেজিং এ্যাপস ইমো করে ব্যবহার,
নারী তথ্য ও ছবি জিম্মির বদৌলতে
পন লাভে হুমকি দেয় নেটে ফাঁসের।


সাইবারে ভয়াবহরূপে অপরাধ
ব্লাক মেইলিং আর হেনস্থা হয় নারী,
আতঙ্কে জড়োসড়ো অযাচিত বিপদ;
গোপনে সর্বস্ব হারিয়ে বনে ভিখারি।
প্রতারণা রোধে থাকুক সজাগ দৃষ্টি;
দুর্বৃত্ত চক্ররা কভু নারে অনাসৃষ্টি।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ ০৫ সেপ্টেম্বর, ২০১৭