রাখাইনে নিশিদিন বিপন্ন জীবন;
মানবতা মহাধর্ম ধূলায় লুটায়,
বিকৃত নির্দেশে পশুবৃত্তির উত্থান;
বিশ্ব বিবেক হায়! অন্ধকারে লুকায়।
গ্রামের পর গ্রাম জ্বলছে চিতানলে--
ঝরছে রক্ত! মরে যেন পোকামাকড়,
শিশু হত্যায় পশু-পাখিও অশ্রু ফেলে;
নির্যাতনে মাত্রা ছাড়ে বীভৎসতার।


উগ্র বৌদ্ধ মৌলবাদী নির্মম তান্ডবে--
দেশ ছাড়ে লাখো রোহিঙ্গা মুসলমান,
পথে-ঘাটে লাশের স্তূপ বুঝি আহবে
দেহ ক্ষত-বিক্ষত-- নিথর জনগণ।
জাতি ধর্মে রাষ্ট্রে সবে সম অধিকার;
ঘৃণ্য তারে যে করে নির্বিচার সংহার।


-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
        রচনাঃ ৩১ আগষ্ট,২০১৭