রূপাদের জন্ম এ বিবেক সংঘ মাঝে;
বড় হতে তাড়ায় অনাকাঙ্ক্ষিত ভয়,
বিকৃত পুরুষের থাবার শঙ্কা খুঁজে -
অন্যের সম্ভ্রম নাশে সুখ লুঠে নেয়;
লালসা মেটাতে উন্মত্ত সংহারে মজে,
যত্রতত্র রূপাদের ধূলায় মেশায়;
জীবন রণে অঙ্কুরে দীপ নিভে দেয়,
বুদ্ধিবৃত্তির প্রাণি তবুও নাহি লাজে।


জীবন নদী বয়ে চলে সুকৃতি জোরে-
সুখ সাগরে ভেসে যেতে কর্মিষ্ঠ মেয়ে;
কন্টকময় বন্ধুর পথ পাড়ি দিয়ে,
নীত অশেষ মহাকাব্য বেদন ভারে।
একদল হিংস্র দানব খাবলে খায়;
প্রশান্তির নীড়ে আর ফেরা নাহি হয়।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ১৫ সেপ্টেম্বর,২০১৭