-----------------------------------------


কোনো ধর্মে নাইকো ভেদবুদ্ধির স্থান;
একই বিধাতার সৃষ্টি সবে পৃথ্বীর,
জাতি ধর্মে বর্ণে গড়ি মৈত্রীর বাঁধন;
ধরাধামে সকলের সম অধিকার।
থাকি একত্রে সুখে-দুঃখে প্রতিবেশীর;
সাম্যের গান গাহে মহা মানবগণ,
সাম্প্রদায়িক বিষে মৃত্যু মানবতার;
বিশ্ব শান্তি তরে রচি ভ্রাতৃ'র মিলন।


দেশে দেশে বারুদ ধূম্রে নামে আঁধার-
জাতি-ধর্ম দ্বন্দ্বে চলে দমন পীড়ন,
অন্ধ গোঁড়ামি ঘিরে যত হত্যা-নিধন,
উন্মত্তে রক্তে-জলে অর্ণব একাকার।
সম্প্রীতি সৃজনে হোক বিভেদ আসান;
করুণার বারিতে সিক্ত হই স্রষ্টার।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ ০৭সেপ্টেম্বর,২০১৭