স্বপ্নের বাংলাদেশ


হাজারো স্বপনে বুনি মাতৃভূমি ঘিরে,
আমি ভুলি নি স্বাধীনতার ইতিকথা,
দিদৃক্ষার পিদিম জ্বলে হৃদয় জুড়ে,
কীর্তির ইতিহাস শহিদ রক্তগাঁথা।
বৈষম্যের বেড়াজাল ছিন্ন করি সবে,
বিত্ত-বৈভবে পিত্যেশ সুষম বন্টন।
বিচারের বাণী নাহি কাঁদবে  নীরবে,
শাসক-শাসিতে রচি সুদৃঢ় বন্ধন।


শোষণমুক্ত সমাজ মিলেমিশে গড়ি,
মুক্তিযুদ্ধ চেতনায় গণতন্ত্র বলে
উচ্চ শিরে তথ্য প্রযুক্তি হাল ধরি।
দুর্নীতি পাঠাই গভীর বারিধি তলে।
নারী জাগরণ পথে গোড়ামী বিনাশে,
শান্তির নীড় বাঁধি স্বপ্নের বাংলাদেশে।


--অধ্যক্ষ দেলওয়ার হোসন
  ২৫ আগস্ট,২০১৭