ব্যোমে উদয় রবির কোনো শ্রেয় ক্ষণে;
সম্প্রীতির দীপ শিখা জ্বালে চরাচরে,
ধর্মের দেয়াল ছায়া নাশে বিচ্ছুরণে
জাতিতে-ধর্মে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে।
হিন্দু দেব-দেবী আর মুসলিম গানে;
বাঙালি ঐক্যবদ্ধ উপলব্ধি সঞ্চারে,
দিব্য মানবত্বের সৃজন সে কিরণে;
মিলনাত্মক বীজ বুনে চির ভাস্করে।


চুরুলিয়ায় জাগে রবি কবি ভুবনে;
দীপ্তিতে সমৃদ্ধ সংস্কৃতি দু'বাংলা জুড়ে,
নানা ধর্মগ্রন্থ থেকে আহরিত জ্ঞানে;
বাংলা সাহিত্য ঋদ্ধ ভাষা শব্দ সম্ভারে।
মুসলিম আদর্শে হিন্দু কৃষ্টির রবি;
তেজে দুর্বার দুরন্ত সে বিদ্রোহী কবি।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       ২৯ আগস্ট, ২০১৭