সিন্ধু তটে বসি নিঃসীম ধরণী তলে;
মেঘমুক্ত অন্তরীক্ষের দিগন্ত রেখা
মিশে একাকার সমুদ্রের নীল জলে,
ধরিত্রী যেন বিশাল কোন ছাদে ঢাকা।
গোধূলি বেলায় ঝিরঝিরে সমীরণে;
সৌন্দর্য়ের রানি রঙের তুলিতে আঁকা।
দু'টি আঁখি মেলি পশ্চিম দিগন্ত পানে;
সিঁদুর রাঙা অস্তগামী সূর্য দর্শনে।


রক্তিম আভা ছড়ায় পশ্চিম গগনে;
রক্তরাগ আছড়ে পড়ে দিক-দিগন্তে,
তরল সোনার উচ্ছাস নৃত্য সে ক্ষণে;
বিরাট অংশুমালী বসে জলরাশিতে।
রক্তিম হাসিতে অর্ণবে লুকায় রবি;
মুগ্ধ নয়নে অবিরত ভাসে সে ছবি।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৭ আগস্ট, ২০১৭