দৈববলে ভাগ্য কভু নাহি লেখা হয়;
নিজ কর্মেই গড়ে নিজ ভাগ্য বিধাতা,
সৌভাগ্য রেখা মিলায় শ্রম সাধনায়;
শ্রম বিমুখ আলস্যে সৃষ্ট দরিদ্রতা,
কর্মপরায়ণ কষ্ট-ক্লেশের ব্যস্ততা;
সাফল্যের দ্বার তার প্রসারিত রয়,
কৌলীন্য অহমিকায় ভরা অশিষ্টতা;
স্বপ্ন সিঁড়ি সাধ থাকে তার অধরায়।


পরিশ্রমের পুণ্য কর্মে আনে সম্মান;
ভিক্ষায় নয়;শ্রমে বসে সুখের হাট--
কল্যাণপূত কর্মে মিলে এ রাজ্য-পাট,
কর্মহীনে নাহি পায় মুক্তির সন্ধান।
শ্রমশীলতায় গড়ে মানব সভ্যতা;
বিশ্বজুড়ে খোলা তব নয়নের পাতা।


-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      ১০ সেপ্টেম্বর,২০১৭