রোগাগ্রস্ত গৃহবধূ মিজমিজি গ্রামে;
বদ জিনে ধরে তারে কবিরাজ কহে,
প্রচন্ড পিটুনি চলে চিকিৎসা নামে
আর্ত চিৎকারে ভারী মাতা কষ্টে দহে।
বক্ষে বসে গলা চেপে ফিকিরে অধমে।
জবাবে মাতার প্রশ্নে বলে কিছু নহে;
জিনের ক্রন্দন ধ্বনি আত্মজা বিশ্রামে,
সর্বশান্তে জিনে নেয় মাতৃ অশ্রু বহে।


বদলে গেছে ধরিত্রী প্রযুক্তি বিজ্ঞানে;
ভন্ড ফিকির বাণিজ্য চলে অহর্নিশে,
ঝাড়ফুঁকে আস্থা ভারি কত বিজ্ঞজনে!
বেহেস্ত ধরিয়ে দেয়া অসম্ভব কিসে?
প্রবঞ্চনে শিখাগণে মরে নির্যাতনে;
অর্থলোভী পশু হালে তুল্য আশীবিষে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ২২/৬/২০১৯