গোধূলি পেরিয়ে রাতের ঘন আঁধারে;
সরিৎ কোলে ফাগুনে বসি আনমনে,
ইন্দু জাগে মহীতে গোলাপী আভা চিরে;
নিমিষে প্রভা স্রোত বহে পূর্ব গগনে।
সূচি স্নিগ্ধ চাঁদের হাসি আছড়ে পড়ে
দিকে দিকে।তারার মালা দূর প্রান্তরে,
ধরিত্রীর কপালে টিপ হাসে পবনে;
নদী তরঙ্গে শত চাঁদ ভাসে প্লাবনে।


আলোর ঝরনায় উড়ু উড়ু চঞ্চলে
বিহ্বল হৃদ মম এমনি জ্যোৎস্নায়;
লেখনির জোয়ার আসে কবি হৃদয়,
গুন গুনে গান গাই কবি নই বলে।
জোছনা ভরা রজনী রূপ ক্ষণকালে;
লাজুক বধূ বেশে দিগন্তে যায় চলে।


--------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
               রচনাঃ২১/১০/২০১৭