উদাস দুপুরে এক বিষন্ন বায়ে
কোথা যায় মন কোন তরুলতা ছায়ে ।
নি:শব্দ মৌনতায় কে যেন আনমনে
কোকিলের কুহুতানে উকি দেয় মনে ।
ঝিরিঝিরি পাতা ঝরা তন্ময় ক্ষণে
কে যেন বাজায় বাশি ছায়া ঘেরা বনে ।
ফুল বনে মৌমাছি ফুলে ফুলে উড়ে
খুজে ফেরে স্বপ্নটা দিনমান জুড়ে ।
এলোমেলো বায়ু বয় মৃদু সমীরনে
স্মৃতির পাখিটা উড়ে মন গহীণে ।
ঘুঘু ডাকে মগ ডালে সংগিনী খুজে
কে যেন আছে কোথা খুব সেজে গুজে।
কবে কোথা কোন এক বৈশাখি ঝড়ে
এলোমেলো হলো সব কেমন করে ।
একাকী পাখিটা আজ নীলাকাশ জুড়ে
খুজে ফিরে প্রাণ পাখি কুহু কুহু সুরে ।