আর কিছু দেখি না
চারিদিকে হায়েনা
নখরে নখর ঠুকে
বাজাচ্ছে বাজনা।


বাজাচ্ছে ঝাঁপতাল
ঝিঞ্ঝোটি,মালকোষ
শব্দেত্তর বাণে
হুঁশ রাখা যায় না।


খেঁচাখেঁচি ছেঁড়াছিঁড়ি
হেঁচকানো মারটান
হাড্ডি ও ছাল নিয়ে
অবিরাম সাপটান্।


দিবসে ও জ্বলে চোখ
আঁধারে তো কথা নেই
চারিদিক উন্মুখ
হায়েনার হৈ চৈ।


কারু' ধার ধারে না
ষটঋৃতু মানে না
পাখি থেকে পতঙ্গ
কিছু বাদ যায় না।


লাদালাদি হিন্দোল
গড়াগড়ি দস্তুর
হায়নায় ধরিত্রী
চির জরাজীর্ণা!
==========================