কেটে যায় ধীরে ধীরে,
সোনালী দিনের বেলা।
নিশীত নিঝুম রাত,
আজ নয় অবহেলা।


কাল্ত  শশী,শূন্য বাঁশি,
সুরহীন জ্যোৎস্না রাতে।
কি জানি আজ,ভিন্ন সাজ
আড়ি নাকি তারার সাথে।


আঁকে না রবি,কোন ছবি,
স্বপ্নালোকের কথা।
যদি লিখে যায়,দুঃখ পায়
আসে পুরানো ব্যথা।