আমি ক্ষুধার্ত শিশু
পেটের জবালায় কাটে নিশিদিন।
ছুটে যায় দোকানে-
বসে থাকি আশায় সারাদিন,


চেয়ে দেখি ওই
ভালো ভালো খাবারের দিকে
মনে মনে ভাবি
ছুড়বে খাবার- একটুখানি মেখে


না পেয়ে কিছু
হতাশ হয়ে ফিরে আসি বাড়ি।
ক্ষুধার জ্বালায় ভাবি
আর ভেবে ভেবে মরি।


বাবা আগে গেছে
মা গেছে তার পরে।
কে করবে আদর?
নেইতো আপন কেউ ঘরে।


কোথায় ঘর বাড়ি?
সেইতো আমার সাথি ফুটপাত।
সুখে,দুঃখে বড়ো একা
কে দিবে আমার সাথ?


খোঁজ নিয়ে দেখি
কোথায় বিয়ে বাড়ি-অন্নপ্রাশন?
নেইতো নতুন জামা
হতাশ হয়ে যায় মন।


মনে আসে সান্ত্বনা
পেট ভরে খাবো সারাদিন।
যদি তবু না হয়,
ছুটে যাবো ডাস্টবিন।


আংশিক--