ঐ  সবুজ ঘেরা পাহাড়ের বাঁকে বাঁকে -
আর নীল আকাশের ফাঁকে ফাঁকে।
হাজার তারা জ্বলে আলো আঁধারই  রাতে।
শত জোনাকি প্রদীপ জ্বালে বাংলার পথে পথে।


কত না মধূর ভালোবাসা আর স্বপ্ন ঘিরে-
চলি  ফিরি বারে বারে,
শাপলা ভরা নদীর তীরে।
দেখি হাজার হাজার মাছ-
দেখি হাজার ফলের গাছ।
হাজার স্বপ্ন বুনি, নানান পাখির গান শুনি-
সুখে দুঃখে রই বারো মাস।


কত না স্নেহ মায়া মমতা আর ভালোবাসা-
মুখে মধূর বাংলা ভাষা।
রচে স্বরলিপি আর গান-
জুড়ায় স্বপ্ন আশায় প্রাণ।
স্বর্ণভূমির শ্রেষ্ঠ মায়ের দান।
হাজার শুনি সুর, সকাল বিকাল সারা দুপুর।
সবই বাংলা মায়ের অবদান।