চন্দ্রমামা,চন্দ্রমামা,
এসো,আমার ছোট্ট কুঁড়ে ঘরে।
তোমার বোনটি চলে গেছে,
আমার ছেড়ে অনেক দূরে।


তোমার দিকে চেয়ে থাকি,
তোমার বোনের আশায়।
ভালোবাসার বড় কাঙাল,
রাখো না,একটু ভালোবাসায়।


তোমার হাসি দেখবো বলে,
চেয়ে থাকি ভাঙা জানালায়।
রাতে বসে একা কাঁদি,
শূন্য,ফাঁকা বিছানায়।


মা, আমার চলে গেছে,
শুনতে পাই না তোমার গান,
একা একা কাঁদি বসে,
বেরিয়ে যায় সাধের প্রাণ।


চন্দ্রমামা,আমায় নাও না,
একটু তোমার কোলে।
সব দূঃখ ভুলে যাবো,
আমার মা  এলে।