লিখায় আমার বড় নেশা-
অনেক কিছু লিখি।
বাংলা ভাষা, প্রাণের আশা-
হাজার কথা শিখি।


লিখতে আমার ভালো লাগে-
হাজার পাই সুখ।
“বাংলা”  আমার আপন “মা”,
জুড়ায় প্রাণ বুক।


লিখতে লিখতে লিখে ফেলি-
“মায়ের” অনেক কথা।
মাটির কণায়, শষ্য দানায়-
হাজার গল্প গাঁথা।


দীঘির কমল,শষ্য শ্যামল-
চিনে বাংলা মাকে।
হাজার কথা,গল্প গাঁথা।
“মা” যে মনে রাখে।