এক চোখে শিশির ভেজা রাতের হাজার স্বপ্ন।
জোনাকি আলোয় চাওয়া শীতল হাওয়া।
অন্য চোখে শুধু বেদনার হাহাকার, ভীরু সন্ত্রাস।
যেন যন্ত্রণার উষ্ণ নদী অকালে বয়ে যাওয়া।
মাঝখানে উচু অজানা রেখা,
যেন বহুবারের অনেক দেখা।
নিশ্চিন্তে ঘুমিয়ে হাজার ভেঙে পড়া নষ্ট জীবন।
কিছু সুখ আসে,একটু ভালোবেসে।
বাকিরা বেদনায়, যন্ত্রণা ছড়ায় সারাক্ষণ।


ভীতু যৌবন, পঙ্গু ভাবনা চলে গেছে—
গভীর আলো,বাতাস হীন, কালির আঁধারে।
যেন মাঝে মাঝে হঠাৎ হয় রক্তহীন শরীরে রক্তক্ষরণ।
আগ্নেয়গিরি জলন্ত লাভা নিঃসরণ।
বুকের পাঁজরে, নয় আদরে।
সর্বদা ভেঙে যায় জমে থাকা সুখের পাথর।
শুনি আধ ফোটা গোলাপের করুণ কান্না,
বাতাসের মন্দ আদর।


মৃদু হাসে আর হাসে, আকাশের কোণে।
ছেড়ে প্রিয় জনে। হতাশায় দিবাকর।
ইচ্ছে করেই ভিখারির ছেড়া ঝুলিতে
নিজ ইচ্ছাই ভরে রাখি শুধু গুচ্ছ আবসাদ।
ঝাঁক ধরে শুধু শূন্য দিন ভেসে যায় জীবনের  পথধরে।
মিশে যায় ভাবনা ,ইচ্ছা ,স্বপ্ন উদাস গভীর অন্ধকারে।
..................................................................
[কবিতাটি আমার প্রিয় শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মহাশয়ের
অনপ্রেরণায় লিখা। হাজার শ্রদ্ধা রইল তাঁর প্রতি।]
.....................................................................
২৬-০৫-২০১৮, খড়গ্রাম,মুর্শিদাবাদ।
১১ ই জ্যৈষ্ঠ,১৪২৫