বহু কিছু হারিয়েছে,
আর কত হারাবো?
প্রাণে লাগে ভয়।
স্বপ্নের সবুজ পৃথিবী,
নিঃরাশা কেন আজ?
কাঁপে যে হৃদয়।


পরিবর্তন বেয়ে চলে –
যুগ হতে যুগান্তরে,
হচ্ছে পরিবর্তনের পরিবর্তন-
বিধাতার সৃষ্টি কোথায় ?
যেখানে দেখি-সেখানে পাই
গড়ছে কারা মনের মতন?


কৃত্রিমে গড়া-ভরলো ধরা,
কৃত্রিমে সাজিয়ে নাও –
তোমার সুস্থ জীবন।
সত্যকে দিয়ে বাদ,
মিথ্যাকে দিয়ে সাথ-
লড়ে চলো জীবন-মরণ।



রচনাকাল-ছাত্রজীবন-
ইংঃ ১৯৯৬
নগর-নিজ বাসভবন