চলো হারিয়ে যাই ঐ শীতল ছায়ায়,
গ্রাম্য মায়ের আঁচলের মায়ামমতায়।
পাতায় পাতায় গুল্ম লতায়
স্বপ্ন ছড়ায়,মধুমালতী যেথায়।


নদীর কাজল জলে, শাপলার ফুলে
আলতো বাতাস নীরবে আঁকে ছবি।
ফুল মধুবনে, প্রজাপতি একমনে
গুন গুন গুঞ্জনে মাতায় পৃথিবী।


আলো ভরা রাতে,তারাদের সাথে
কানে কানে গোপনে কি কয় ধরণী?
নয়নে রেখে নয়ন শুধু জেগে থাকে
শুধু অজানা অপেক্ষায় হাজার রজনী।


আকাশ গগনে,নিয়ে প্রিয়জনে
মিশে যায়,ধরে অচেনা ছায়াপথ।
হাজার প্রদীপ জ্বেলে,আকাশের কোলে
নিদ্রাবিহীন জেগে কাটায় সারারাত।


অচিন নদীর তীরে,গড়েছে ধীরে ধীরে
শীতল ছায়ায়, মায়ামমতার একছবি।
সাজিয়ে মায়ার বাঁধন,রেখে মনের মতন
নতুন আলোর ঝর্না সাজায় প্রিয় রবি।


দূর্বার কোলে,শিশির কণা জ্বলে
মনে হয় প্রেমময়,রয়েছে ভালোবাসায়।
কোকিলের কলতান, ভ্রমরের গুঞ্জন,
মুখরিত চারিদিক প্রেম ভালোবাসায়।


..................................................................।।
১৪.১০.২০১৮
নগর, মুর্শিদাবাদ