এই সুন্দর বিশ্ব মাঝারে,অসহ্য যন্ত্রণায় কারা কাঁদে অঝরে।
শুন্য আজ বিশ্ব মানবতা,নাকি নিশ্চুপ উন্নত সভ্যতা?
হৃদয় মাঝে ঝরে পড়ুক পবিত্র কলমের কালি ঝর্ণার মতো,
পবিত্র নদী ধুয়ে মুছে নিয়ে যাক আছে অপবিত্র জঞ্জাল যত।
স্বচ্ছ পরিষ্কার নব সাজে সাজুক এই বসুন্ধরার প্রতিটি বাগিচা,
তোমার- আমার মনের হিংসায়,লালসায়,ক্রোধে পড়ুক মরিচা।
মুক্ত বাতাসে, হাজার নিঃশ্বাসে,গেয়ে চলি মনুষ্যত্বের গান,
অবহেলায় নয়, পরম যত্নে পালিত হোক শত কোটি প্রাণ।
তোমার- আমার মনের হিংসার,লালসার,ক্রোধের একদিন হবে শেষ-
তোমার পৃথিবী,আমার পৃথিবী মিলে মিশে হবে এক-গড়বো একটি দেশ।