অনেক স্বপ্ন-আশা নিয়ে বুকে,
বেশত আছি আনন্দে ও সুখে।
হাজার স্বপ্ন দেখি, এই দুই চোখে,
যদি নাই পারি, বেশি না বলি মুখে।


তোমার আমার হিংসা-
চিরতরে একদিন হবে শেষ,
চারিদিক হবে শান্ত-
এক হবে পৃথিবীর প্রতিটি দেশ।


আকাশ বাতাস আর ধরণীর ত্বক,
সাজবে সবুজে সবুজে আর ফুলে।
বাড়িয়েছি প্রেমের হাত-
হিংসা,ক্রোধ নিমেশে যায় ভুলে।


হাতের বন্দুক গলিয়ে নাও,
গাও সাম্য, মানবতার গান।
বন্দুক ছেড়ে- কলম ধরো-
বাঁচবে শত কোটি প্রাণ।


বোমার বারুদ-পুতে দাও-
জ্বালো প্রেমের বাতি।
মুছে যাক সব ভেদাভেদ-
জাগুক শ্রেষ্ট মানব জাতি।


পৃথিবীর সব হিংসা-কলহ,ক্রোধ
ধুয়ে মুছে একদিন হবে শেষ,
চারিদিঁকে উড়বে শান্তির পতাকা
এক হবে পৃথিবীর প্রতিটি দেশ।
....................................।।
.......................................।।
ইংরাজি- ০৪.০৯.২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ