ছিন্ন সময়
      মহঃ সানারুল মোমিন


    শত ক্লান্ত রৌদ্র শিশুর,
ঘুম ভেঙে যায় অজানা ডাকে।
    সহস্র বছরের পূর্ব পুরুষ
   আজ জেগেছে সময়ের বাঁকে।


    চলে সময়ের হাত ধরে,
পড়ন্ত বিকেলে বৃদ্ধ কিরনের দল।
  সময় এসেছে সময়ে অসময়ে,
জেগে ওঠে শেষ সময়ের কোলাহল।


     ঘুমন্ত মমির ঘুম ভাঙ্গায়  
অসহায় ক্ষতবিক্ষত মাটির পাঁজর
  মাটির বুকে ঘুমায় শতজীবন
  চাই না আগামীর এই ভোর।