গগন সাগরে মেঘেদের ভেলা,
ভেসে চলে দিগন্তে আনন্দে।
ধরার বুকে গুল্ম সবুজ লতায়,
কুসুম কলি হাসে ছন্দে ছন্দে।


রামধনুর সপ্ত রঙের আঁচলে
অঘোরে ঘুমোয় শত বিহঙ্গ।
ঘুমের শেষে উড়ে চলে
রাঙিয়ে নিজ নিজ অঙ্গ।


আকাশ জলে,তারারা জ্বলে
জ্বালিয়ে বাতি,সারা রাতি।
চাঁদের সাথে,মাটি কথা কয়
মনে হয় যেন আপন সাথী।


আকাশ গঙ্গার শান্তির তীরে হতে,
ভেসে আসে নৃত্য মাদলের সুর।
ধরার মাঝে থাকি মায়ের কোলে
শান্তি ঝরে-লাগে খুবই মধুর।


আকাশের দেওয়ালে আঁকা আছে
হাজার হাজার বছরের ছবি।
করুণ নয়নে, শুধু আবেদনে
আছে আপেক্ষায় মোদের পৃথিবী।